১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • 6

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনারও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে রাবিসাস সভাপতি ইরফান তামিম ও সাধারণ সম্পাদক সাজিদ হোসেন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান গণমাধ্যমে এ বিবৃতি পাঠিয়েছেন।

যৌথ বিবৃতিতে রাবিসাস নেতারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পরও গণমাধ্যমের অফিসে হামলা ও একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা একটা দেশের স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং একটি গোষ্ঠীর ক্ষোভের বহিঃপ্রকাশ। সংবাদমাধ্যমে এ ধরনের হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তিকে ইঙ্গিত করে।

ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেই সঙ্গে ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাবি সাংবাদিক সমিতির নেতারা।

এএএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস

সংবাদমাধ্যমে হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি: রাবিসাস

আপডেট সময়ঃ ১২:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনারও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে রাবিসাস সভাপতি ইরফান তামিম ও সাধারণ সম্পাদক সাজিদ হোসেন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান গণমাধ্যমে এ বিবৃতি পাঠিয়েছেন।

যৌথ বিবৃতিতে রাবিসাস নেতারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পরও গণমাধ্যমের অফিসে হামলা ও একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা একটা দেশের স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এবং একটি গোষ্ঠীর ক্ষোভের বহিঃপ্রকাশ। সংবাদমাধ্যমে এ ধরনের হামলা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তিকে ইঙ্গিত করে।

ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেই সঙ্গে ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাবি সাংবাদিক সমিতির নেতারা।

এএএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।