আরেক
প্রশ্নের
জবাবে
আবুল
ফজল
মো.
সানাউল্লাহ
বলেন,
জুলাই-আগস্টের
ঘটনার
পর
থেকে
সব
বাহিনীর
প্রতি
মানবিক
হওয়ার
এবং
মানবাধিকার
সমুন্নত
রাখার
নির্দেশনা
ছিল।
তাঁরা
মনে
করছেন,
কেউ
কেউ
এই
ভালো
উদ্যোগের
সুযোগ
নিয়েছেন।
ইসি
কঠোরভাবে
বলেছে,
‘যারা
মানবিক,
তাদের
প্রতি
আমরা
মানবিক
হব,
কিন্তু
যারা
“ভ্যান্ডালিজম”
করতে
চায়
বা
নির্বাচনের
পরিবেশ
নষ্ট
করতে
চায়,
আমার
ভাইকে
হত্যা
করতে
চায়,
তাদের
প্রতি
মানবিক
হওয়ার
দরকার
নেই।’
ব্রিফিংয়ে
একজন
সাংবাদিক
বলেন,
তিনি
সামাজিক
যোগাযোগমাধ্যমে
দেখেছেন
ডেইলি
স্টার–এ
হামলার
সময়
বিশৃঙ্খলাকারীরা
সেনাবাহিনীকে
২০
মিনিট
সময়
দিচ্ছে।
এ
ঘটনাকে
ইসি
কীভাবে
দেখছে।
জবাবে
আবুল
ফজল
মো.
সানাউল্লাহ
বলেন,
সেখানে
‘মিনিট
বাই
মিনিট’
কী
ঘটেছে
তা
নিয়ে
তিনি
অবগত
নন।
তবে
এটি
একটি
‘ভ্যান্ডালিজম’
এবং
নির্বাচনী
পরিবেশের
ওপর
প্রভাব
ফেলছে।
একটি
বৃহত্তর
আবেগ
কাজে
লাগিয়ে
দুষ্টচক্র
যে
কাজটি
করেছে,
তাদের
বিরুদ্ধে
আইনি
ব্যবস্থা
নেওয়া
হচ্ছে।
ইতিমধ্যে
অন্তত
২০
জনকে
চিহ্নিত
করা
হয়েছে।
এডমিন 

















