সিটি
করপোরেশনের
পরিবেশ
উন্নয়ন
কর্মকর্তা
সৈয়দ
মাহমুদ
উল
ইসলাম
জানান,
তাঁদের
জানামতে
গাছের
ডাল
কাটার
জন্য
কোনো
আনুষ্ঠানিক
অনুমতি
নেওয়া
হয়নি।
তিনি
বলেন,
‘গাছের
এক
পাশের
ডাল
কেটে
দিলে
গাছ
আর
আগের
মতো
থাকে
না।
এই
সড়কের
সৌন্দর্যই
ছিল
গাছগুলো।
বিষয়টি
জানলে
আমরা
আগেই
ব্যবস্থা
নিতাম,
যাতে
যতটা
সম্ভব
গাছ
বাঁচিয়ে
কাজ
করা
যায়।
অন্য
দপ্তরে
কোনো
চিঠি
এসেছে
কি
না,
দেখতে
হবে।’
রাজশাহী
ওয়াসার
ব্যবস্থাপনা
পরিচালক
(অতিরিক্ত
দায়িত্ব)
রেজাউল
আলম
সরকার
বলেন,
রাস্তায়
ভারী
পাইপ
বসাতে
গিয়ে
গাছের
ডালে
বাধা
সৃষ্টি
হচ্ছিল।
এ
কারণে
ডাল
কাটা
হয়েছে।
এ
বিষয়ে
সিটি
করপোরেশনকে
চিঠি
দেওয়া
হয়েছে,
মৌখিকভাবেও
জানানো
হয়েছে।
এডমিন 

















