আর্সিড
উল্কাবৃষ্টি
কেবল
উত্তর
গোলার্ধের
বাসিন্দাদের
জন্যই
দৃশ্যমান
হবে।
কারণ,
এর
রেডিয়েন্ট
বা
যে
বিন্দু
থেকে
উল্কা
আসছে
বলে
মনে
হয়
তা
দক্ষিণ
গোলার্ধের
আকাশ
থেকে
দেখার
মতো
যথেষ্ট
ওপরে
ওঠে
না।
আর্সিড
উল্কার
উৎস
লিটল
ডিপার
বা
আর্সা
মাইনর
নক্ষত্রমণ্ডল।
এটি
উজ্জ্বল
কমলা
রঙের
তারা
কোচাবের
কাছাকাছি
অবস্থিত।
পৃথিবী
যখন
ধূমকেতু
৮পি/টাটলের
ফেলে
যাওয়া
ধূলিকণার
স্তরের
মধ্য
দিয়ে
অতিক্রম
করে,
তখনই
এই
উল্কাবৃষ্টি
ঘটে।
এ
বিষয়ে
লুনসফোর্ড
জানান,
এবার
উল্কার
সংখ্যা
কিছুটা
বাড়তে
পারে।
কারণ,
পৃথিবী
ধূমকেতুর
ফেলে
যাওয়া
একটি
বিশেষ
ধ্বংসাবশেষের
স্তরের
মধ্য
দিয়ে
যাওয়ার
সম্ভাবনা
রয়েছে।
এডমিন 

















