আজকের
সংবাদ
সম্মেলনে
মনিরুল
হক
(সাক্কু)
বলেন,
‘বিভিন্নভাবে
শুনতাছি,
ইয়াছিন
(আমিন-উর-রশিদ)
ভাইয়ের
সমর্থকেরা
বলতাছে,
তারা
আজ
নমিনেশন
আনতাছে,
কাল
নমিনেশন
আনতাছে,
এসব
দেখে
আমি
আর
সহ্য
করতে
পারি
না।
আমি
আবেগে
পইড়া
নমিনেশন
কিনেছি।
তবে
গতকাল
রাতে
চিন্তা
করছি
এবং
দল
থেকেও
আমারে
বলছে,
নমিনেশন
কেনাটা
আমার
ভুল
হয়েছে।
আমি
এই
নমিনেশন
জমা
দিমু
না
এবং
ইলেকশনও
করমু
না।
মনিরুল
হক
চৌধুরীকে
বিজয়ী
করার
জন্য
আমি
আপ্রাণ
চেষ্টা
করে
যামু।
তবে
দল
যদি
ইয়াছিন
সাহেবকে
মনোনয়ন
দেয়,
তাহলে
আমি
স্বতন্ত্র
ইলেকশন
করমু।’
মনিরুল
হক
সংবাদ
সম্মেলনে
আরও
বলেছেন,
‘ইয়াছিন
সাহেব
সব
সময়
আমার
কার্যক্রমে
বাধা
দিয়েছেন।
২০২২
সালের
সিটি
নির্বাচনে
উনার
শ্যালক
আমার
বিরুদ্ধে
প্রার্থী
হইছে।
উনার
শ্যালক
প্রার্থী
না
হলে
আমি
বিপুল
ভোটে
মেয়র
হতাম।
পরের
উপনির্বাচনে
আবারও
প্রার্থী
হইছে।
তিনি
সব
সময়
আমার
বিপরীতে
ছিলেন।
তাই
হাজি
ইয়াছিন
সাহেবকে
নমিনেশন
দিলে
আমি
স্বতন্ত্র
থেকে
হলেও
নির্বাচন
করমু।’
তিনি
বলেন,
‘প্রার্থী
ঘোষণার
আগে
দলের
মহাসচিব
আমাকে
ডেকে
নিয়ে
কথা
বলেছেন।
তিনি
আমাকে
জিজ্ঞেস
করেছেন,
নির্বাচন
করার
ঘোষণা
কেন
দিয়েছি।
পরে
আমি
বিএনপির
মহাসচিব
সাহেবকে
বলেছি,
আমাকে
যদি
নমিনেশন
দেন,
তবে
দিতে
পারেন।
আর
যদি
না
দেন,
তাহলে
আমার
দৃষ্টিতে
মনিরুল
হক
চৌধুরী
সাহেবকে
দিলে
ভালো
হবে।
দলের
মহাসচিব
আমার
কথা
রেখেছেন।
মনির
ভাই
মনোনয়ন
পেলেন,
আমি
প্রথম
দিন
থেকেই
ওনার
সঙ্গে
কাজ
করছি।
প্রতিটি
মিটিংয়ে
কর্মীর
মতো
কাজ
করছি
মনিরুল
হক
চৌধুরীর
জন্য।’
এডমিন 

















