প্রধান
উপদেষ্টা
উপস্থিত
সবাইকে
বড়দিন
ও
আসন্ন
নববর্ষের
শুভেচ্ছা
জানিয়ে
বলেন,
‘আমরা
একটি
সুস্থ
সমাজ
গড়ে
তুলতে
চাই।
সে
জন্যই
গণ-অভ্যুত্থানের
চেতনাকে
সমুন্নত
রাখতে
জুলাই
সনদ
প্রস্তুত
করা
হয়েছে।
এই
সনদের
ওপর
গণভোটের
মাধ্যমে
দেশ
আরেক
ধাপ
এগিয়ে
যাবে।’
তিনি
বলেন,
এবারের
সংসদ
নির্বাচনের
সঙ্গে
গণভোটও
অনুষ্ঠিত
হবে।
গণভোটে
জনগণ
যে
রায়
দেবেন,
পরবর্তী
সময়ে
সংসদ
সেভাবেই
সংস্কার
কার্যক্রম
গ্রহণ
করবে।
প্রধান
উপদেষ্টা
আসন্ন
নির্বাচন
ও
গণভোটের
বিষয়ে
জনগণকে
সচেতন
করে
তুলতে
ধর্মীয়
নেতাদের
ভূমিকা
রাখার
আহ্বান
জানান।
বড়দিন
উপলক্ষে
খ্রিষ্টান
ধর্মীয়
কল্যাণ
ট্রাস্টকে
আড়াই
কোটি
টাকা
অনুদান
দেওয়ার
জন্য
অনুষ্ঠানে
অন্তর্বর্তী
সরকারকে
বিশেষভাবে
ধন্যবাদ
জানান
ট্রাস্টের
নেতারা।
দেশব্যাপী
৮০০টি
চার্চের
মধ্যে
তিন
ধাপে
এ
অনুদান
বিতরণ
করা
হচ্ছে
বলে
জানান
তাঁরা।
পরে
বড়দিন
উপলক্ষে
খ্রিষ্টান
সম্প্রদায়ের
প্রতিনিধিদের
সঙ্গে
নিয়ে
কেক
কাটেন
প্রধান
উপদেষ্টা।
এডমিন 

















