প্রতিটি
ডুপ্লেক্স
বাড়ির
নকশা
করা
হয়েছে
পরিবারকেন্দ্রিক
ও
খোলামেলা
পরিবেশ
মাথায়
রেখে।
প্রকল্পে
৫
কাঠা
ও
১০
কাঠা
জমির
ওপর
নির্মিত
এই
বাড়িগুলোর
আয়তন
৫
হাজার
৩১৫
থেকে
৬
হাজার
২১০
বর্গফুট
এবং
বড়
ইউনিটগুলো
৮
হাজার
৯০০
বর্গফুট
পর্যন্ত।
মূল্য
নির্ধারণ
করা
হচ্ছে
আলোচনা
সাপেক্ষে।
প্রকল্প
এলাকায়
বিদ্যুৎ–সংযোগের
সুবিধা
রয়েছে।
অভ্যন্তরীণ
সড়ক,
ড্রেনেজ–ব্যবস্থা,
স্কুল,
কলেজ,
বাজার
ও
মসজিদের
সুবিধাও
বাস্তবায়ন
করা
হচ্ছে।
প্রতিষ্ঠানটির
তথ্যমতে,
প্রকল্পটি
ইতিমধ্যে
বসবাসের
উপযোগী
এবং
২০২৮
সালের
মধ্যে
পুরোপুরি
হস্তান্তরের
লক্ষ্য
রয়েছে।
এখন
পর্যন্ত
৫০
থেকে
৬০
শতাংশ
ডুপ্লেক্স
বিক্রি
হয়েছে।
বাড়ি
বুকিং
দিয়ে
সম্পূর্ণ
মূল্য
পরিশোধের
পর
রেজিস্ট্রেশন
ও
মিউটেশন
সুবিধা
দেওয়া
হয়।
এডমিন 

















