০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেই ইউএনও সোহানিয়া এবার মানবতার ফেরিওয়ালা 

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • 4

হিমেল হাওয়া আর হাড় কাপানো শীতে যখন কাপঁছে। ঠিক তখনেই মানবতার ফেরিওয়ালা হয়ে বৃদ্ধাশ্রমে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। বৃদ্ধ বাবা মায়েদের শরীরে জড়িয়ে দেন উষ্ণতার কম্বল। এ যেন উষ্ণতার পরশ দেয়া মানবতার ফেরিওয়ালা ইউএনও সোনিয়া।

তিনি সাবেক লাক্স সুপার স্টার টপ সেভেনে নির্বাচিত, শুধু তাই নয় জিতে নেন ক্লোজাপ মিস বিউটি ফুল স্মাইল ক্যাটাগরিতেও। এছাড়া তার ছোটবেলা হতেই সংস্কৃতি অঙ্গে সম্পর্ক। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে রয়েছে তার ঝুলিতে পুরস্কার। কাবস্কাউটে জাতীয় পর্যায়ে হন রানার্স আপ। দখল রয়েছে নাচেও। যেন অলরাউন্ডার। এবার ইউএনও হিসেবে শুরুতে মানবিকতার অন্যান্য নিদর্শন দেখালেন বৃদ্ধাশ্রম বসবাসরত্ব বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাড়িয়ে। বৃহস্পতিবার কনকনে শীতে ইউএনও সোহানিয়া নিজেই বৃদ্ধাশ্রমে গিয়ে শীতার্ত বৃদ্ধ বাবা মায়েদের দেন শীত নিবারণের কম্বল। কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বসবাসরত বৃদ্ধ-বৃদ্ধারা। যেন তারা স্নেহময়ী মেয়ের কাছে পেল শীত নিবারণের বস্ত্র। ইউএনও সোহানিয়া যখন শীতবস্ত্র তাদের শরীরে জড়িয়ে দেন, তখন তার চোখে ফুটে উঠে মানবতা ও সহানুভূতির ছাপ। যেন মানবতার ফেরিওয়ালা। এতে প্রশংসিত হচ্ছেন এ কর্মকর্তা। বৃদ্ধাশ্রমের বসবাসরত্বরা অনুভূতি জানাতে গিয়ে বলেন, বড় মা এসে শীতের কাপড় দিয়ে গেছে। তিনি আমাদের পাশে সবসময় থাকবে সে কথাও বলেছেন। আমরা খুব খুশি। উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, আমরা সমাজের অবহেলিতদের পাশে সব সময় আছি ও থাকবো। সমাজের শীতার্তদের পাশে নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি। উল্লেখ্য যে, সাবেক লাক্স তারকা তানজিমা আঞ্জুম সোহানিয়া সম্প্রতি কিশোরগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেছেন।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সেই ইউএনও সোহানিয়া এবার মানবতার ফেরিওয়ালা 

আপডেট সময়ঃ ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

হিমেল হাওয়া আর হাড় কাপানো শীতে যখন কাপঁছে। ঠিক তখনেই মানবতার ফেরিওয়ালা হয়ে বৃদ্ধাশ্রমে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া। বৃদ্ধ বাবা মায়েদের শরীরে জড়িয়ে দেন উষ্ণতার কম্বল। এ যেন উষ্ণতার পরশ দেয়া মানবতার ফেরিওয়ালা ইউএনও সোনিয়া।

তিনি সাবেক লাক্স সুপার স্টার টপ সেভেনে নির্বাচিত, শুধু তাই নয় জিতে নেন ক্লোজাপ মিস বিউটি ফুল স্মাইল ক্যাটাগরিতেও। এছাড়া তার ছোটবেলা হতেই সংস্কৃতি অঙ্গে সম্পর্ক। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে রয়েছে তার ঝুলিতে পুরস্কার। কাবস্কাউটে জাতীয় পর্যায়ে হন রানার্স আপ। দখল রয়েছে নাচেও। যেন অলরাউন্ডার। এবার ইউএনও হিসেবে শুরুতে মানবিকতার অন্যান্য নিদর্শন দেখালেন বৃদ্ধাশ্রম বসবাসরত্ব বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাড়িয়ে। বৃহস্পতিবার কনকনে শীতে ইউএনও সোহানিয়া নিজেই বৃদ্ধাশ্রমে গিয়ে শীতার্ত বৃদ্ধ বাবা মায়েদের দেন শীত নিবারণের কম্বল। কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বসবাসরত বৃদ্ধ-বৃদ্ধারা। যেন তারা স্নেহময়ী মেয়ের কাছে পেল শীত নিবারণের বস্ত্র। ইউএনও সোহানিয়া যখন শীতবস্ত্র তাদের শরীরে জড়িয়ে দেন, তখন তার চোখে ফুটে উঠে মানবতা ও সহানুভূতির ছাপ। যেন মানবতার ফেরিওয়ালা। এতে প্রশংসিত হচ্ছেন এ কর্মকর্তা। বৃদ্ধাশ্রমের বসবাসরত্বরা অনুভূতি জানাতে গিয়ে বলেন, বড় মা এসে শীতের কাপড় দিয়ে গেছে। তিনি আমাদের পাশে সবসময় থাকবে সে কথাও বলেছেন। আমরা খুব খুশি। উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, আমরা সমাজের অবহেলিতদের পাশে সব সময় আছি ও থাকবো। সমাজের শীতার্তদের পাশে নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি। উল্লেখ্য যে, সাবেক লাক্স তারকা তানজিমা আঞ্জুম সোহানিয়া সম্প্রতি কিশোরগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেছেন।

সাজু/নিএ