পুলিশ
ও
স্থানীয়
সূত্র
জানায়,
৪
ডিসেম্বর
কিশোরগঞ্জ-১
(সদর-হোসেনপুর)
আসনে
বিএনপির
মনোনয়ন
দেওয়া
হয়
জেলা
বিএনপির
সাধারণ
সম্পাদক
মোহাম্মদ
মাজহারুল
ইসলামকে।
এ
সিদ্ধান্তের
প্রতিবাদ
জানিয়ে
স্থানীয়
বিএনপির
মনোনয়নপ্রত্যাশী
পাঁচ
নেতা
ও
তাঁদের
অনুসারীরা
বিভিন্ন
কর্মসূচি
পালন
করে
আসছেন।
তাঁরা
হলেন
সাবেক
সংসদ
সদস্য
মাসুদ
হিলালী,
জেলা
বিএনপির
সাবেক
সহসভাপতি
রেজাউল
করিম
খান
(চুন্নু),
মো.
রুহুল
হোসাইন,
শরীফুল
ইসলাম
ও
সদর
উপজেলা
বিএনপির
সভাপতি
খালেদ
সাইফুল্লাহ
(সোহেল)।
কর্মসূচির
অংশ
হিসেবে
দলের
মনোনয়নবঞ্চিত
পাঁচ
নেতার
পক্ষ
থেকে
সম্মিলিতভাবে
গতকাল
রাতে
পুরাতন
স্টেডিয়াম
থেকে
একটি
মশালমিছিল
বের
করা
হয়।
মিছিল
চলাকালে
হঠাৎ
অসুস্থ
হয়ে
পড়েন
মিজানুর
রহমান।
একপর্যায়ে
তিনি
মাটিতে
লুটিয়ে
পড়লে
অন্য
নেতা–কর্মীরা
তাঁকে
দ্রুত
কিশোরগঞ্জ
২৫০
শয্যাবিশিষ্ট
জেনারেল
হাসপাতালের
জরুরি
বিভাগে
নিয়ে
যান।
সেখানে
কর্তব্যরত
চিকিৎসক
তাঁকে
মৃত
ঘোষণা
করেন।
এডমিন 













