সিরাজগঞ্জের রায়গঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশবাহী অ্যাম্বুলেন্স বগুড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের তেমন ক্ষয়-ক্ষতি না হলেও লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের অংশ পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংঘর্ষ হওয়ায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।
এম এ মালেক/এনএইচআর/এমএস
এডমিন 













