রাজধানীর ভাটারা থানার কুড়িল মৃধাবাড়ী এলাকার একটি বাসায় থেকে কামাল উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এর আগে সকাল ৯টার দিকে কুড়িল মৃধাবাড়ীর একটি ভবনের দ্বিতীয় তলায় রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাটোরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজু হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকারচালক ছিলেন। কী কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তার জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত কামাল উদ্দিনের ভাই জামাল উদ্দিন বলেন, ‘সে খুব অভাবগ্রস্ত ছিল। এই কারণে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।’
নিহত কামাল উদ্দিন কিশোরগঞ্জ সদর জেলার মহিনন্দন উত্তর পাড়ার মৃত রহমত আলীর সন্তান। তিনি ভাটারার কুড়িল মৃধাবাড়ির ক- ১৩৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন।
এসআর
এডমিন 

















