নাগরিক
ঐক্যের
সভাপতি
বলেন,
তিনি
আদালতের
কাছে
কিছুটা
সময়
চেয়েছেন।
এর
মধ্যে
নির্বাচনী
মনোনয়ন
ফরমও
জমা
দিতে
হবে।
তাই
তিনি
চাচ্ছেন,
সিআইবি
(ক্রেডিট
ইনফরমেশন
ব্যুরোতে
ঋণখেলাপিদের
তথ্য
সংরক্ষণ)
যাতে
স্থগিত
করা
হয়।
ঋণখেলাপির
তালিকা
থেকে
তাঁর
নাম
যেন
বাদ
রাখা
হয়।
ঋণখেলাপির
তালিকা
থেকে
নাম
বাদ
দিতে
চেম্বার
আদালতে
গিয়েছেন
জানিয়ে
মাহমুদুর
রহমান
মান্না
বলেন,
আজ
রোববার
একটি
রায়
হওয়ার
কথা
রয়েছে।
সেখানে
তিনি
ন্যায়বিচার
প্রত্যাশা
করেন।
রায়
যদি
তাঁর
অনুকূলে
না
আসে,
তাহলে
তিনি
নির্বাচনে
অংশ
নিতে
পারবেন
না।
তবে
সবদিক
বিবেচনায়
রায়
তাঁর
পক্ষে
আসা
উচিত
বলে
মনে
করেন
মান্না।
তিনি
বলেন,
যাঁরা
তাঁকে
জানেন,
ভালোবাসেন,
সেই
বিশ্বাস
থেকে
কেউ
যদি
এই
টাকা
দিয়ে
সহযোগিতা
করেন,
তাহলে
তিনি
নির্বাচন
করতে
চান।
এডমিন 













