০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট ছিদ্রের কাজ কি জানেন?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 5

কমবেশি এখন সবাই এক বা একাধিক স্মার্টফোন ব্যবহার করেন। নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট একটি ছিদ্র আছে। অধিকাংশ স্মার্টফোনের চার্জিং পোর্টের ঠিক পাশে যে ছোট্ট ছিদ্রটি থাকে, সেটিকে অনেকেই ভুল করে রিসেট বাটন বা সিম ট্রের জায়গা ভেবে বসেন।

আসলে এই ছিদ্রটির ভেতরেই থাকে ফোনের প্রাইমারি মাইক্রোফোন। কল করা, ভিডিও ধারণ বা ভয়েস রেকর্ডিং যে কাজই হোক না কেন, আপনার কণ্ঠস্বর যাতে স্পষ্টভাবে রেকর্ড হয়, তার দায়িত্ব পালন করে এই মাইক্রোফোন। তাই ফোনের অডিও কোয়ালিটির জন্য এই ছোট্ট ছিদ্রটির গুরুত্ব অনেক বেশি।

বর্তমানের উন্নত স্মার্টফোনগুলোতে একটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা হয়। এর মধ্যে একটি মাইক্রোফোন আপনার কণ্ঠস্বর রেকর্ড করে, আর আরেকটি আশপাশের শব্দ সংগ্রহ করে সফটওয়্যারের মাধ্যমে অপ্রয়োজনীয় আওয়াজ কমিয়ে দেয়। এই প্রযুক্তিকেই বলা হয় নয়েজ ক্যানসেলেশন। ফলে ব্যস্ত রাস্তায় বা কোলাহলপূর্ণ জায়গায় কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে আপনার কণ্ঠ শুনতে পান।

ফোনের মাইক্রোফোন সাধারণত নিচের অংশেই রাখা হয় এরগোনমিক কারণে। আমরা যখন ফোন কানের কাছে ধরি, তখন ফোনের নিচের অংশটাই মুখের সবচেয়ে কাছাকাছি থাকে। তাই এই অবস্থান থেকেই সবচেয়ে পরিষ্কারভাবে কণ্ঠস্বর সংগ্রহ করা সম্ভব হয়। এজন্যই প্রায় সব স্মার্টফোনেই মাইক্রোফোন নিচের দিকে বসানো থাকে।

এখানে একটি সতর্কতার বিষয়ও রয়েছে। অনেকেই ভুল করে এই ছিদ্রটিকে সিম ট্রের হোল ভেবে তাতে পিন বা ধারালো কিছু ঢুকিয়ে দেন। এতে ভেতরের সংবেদনশীল মাইক্রোফোন নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ফোন চালু অবস্থায় ধাতব কিছু ঢুকালে সার্কিটও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এর ফলে কলের সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে বা মাইক্রোফোন পুরোপুরি কাজ না-ও করতে পারে।

আসলে চার্জিং পোর্টের পাশের এই ছোট্ট ছিদ্রটি যতই সাধারণ মনে হোক, এটি ফোনের অডিও সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই ভুল করে এটিতে কিছু ঢোকানো বা নাড়াচাড়া করা একেবারেই উচিত নয়।

আরও পড়ুন
জরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে
চোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই

সূত্র: ইয়াহু টেক

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট ছিদ্রের কাজ কি জানেন?

আপডেট সময়ঃ ০৬:০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কমবেশি এখন সবাই এক বা একাধিক স্মার্টফোন ব্যবহার করেন। নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে ছোট্ট একটি ছিদ্র আছে। অধিকাংশ স্মার্টফোনের চার্জিং পোর্টের ঠিক পাশে যে ছোট্ট ছিদ্রটি থাকে, সেটিকে অনেকেই ভুল করে রিসেট বাটন বা সিম ট্রের জায়গা ভেবে বসেন।

আসলে এই ছিদ্রটির ভেতরেই থাকে ফোনের প্রাইমারি মাইক্রোফোন। কল করা, ভিডিও ধারণ বা ভয়েস রেকর্ডিং যে কাজই হোক না কেন, আপনার কণ্ঠস্বর যাতে স্পষ্টভাবে রেকর্ড হয়, তার দায়িত্ব পালন করে এই মাইক্রোফোন। তাই ফোনের অডিও কোয়ালিটির জন্য এই ছোট্ট ছিদ্রটির গুরুত্ব অনেক বেশি।

বর্তমানের উন্নত স্মার্টফোনগুলোতে একটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা হয়। এর মধ্যে একটি মাইক্রোফোন আপনার কণ্ঠস্বর রেকর্ড করে, আর আরেকটি আশপাশের শব্দ সংগ্রহ করে সফটওয়্যারের মাধ্যমে অপ্রয়োজনীয় আওয়াজ কমিয়ে দেয়। এই প্রযুক্তিকেই বলা হয় নয়েজ ক্যানসেলেশন। ফলে ব্যস্ত রাস্তায় বা কোলাহলপূর্ণ জায়গায় কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি স্পষ্টভাবে আপনার কণ্ঠ শুনতে পান।

ফোনের মাইক্রোফোন সাধারণত নিচের অংশেই রাখা হয় এরগোনমিক কারণে। আমরা যখন ফোন কানের কাছে ধরি, তখন ফোনের নিচের অংশটাই মুখের সবচেয়ে কাছাকাছি থাকে। তাই এই অবস্থান থেকেই সবচেয়ে পরিষ্কারভাবে কণ্ঠস্বর সংগ্রহ করা সম্ভব হয়। এজন্যই প্রায় সব স্মার্টফোনেই মাইক্রোফোন নিচের দিকে বসানো থাকে।

এখানে একটি সতর্কতার বিষয়ও রয়েছে। অনেকেই ভুল করে এই ছিদ্রটিকে সিম ট্রের হোল ভেবে তাতে পিন বা ধারালো কিছু ঢুকিয়ে দেন। এতে ভেতরের সংবেদনশীল মাইক্রোফোন নষ্ট হয়ে যেতে পারে। এমনকি ফোন চালু অবস্থায় ধাতব কিছু ঢুকালে সার্কিটও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এর ফলে কলের সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে বা মাইক্রোফোন পুরোপুরি কাজ না-ও করতে পারে।

আসলে চার্জিং পোর্টের পাশের এই ছোট্ট ছিদ্রটি যতই সাধারণ মনে হোক, এটি ফোনের অডিও সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই ভুল করে এটিতে কিছু ঢোকানো বা নাড়াচাড়া করা একেবারেই উচিত নয়।

আরও পড়ুন
জরুরি কলে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েডে
চোখের পলকে ফোনের চার্জ শেষ হচ্ছে, সমাধান করুন নিজেই

সূত্র: ইয়াহু টেক

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।