নেপালের
পর্যটন
বিভাগের
পরিচালক
হিমাল
গৌতম
বিবিসিকে
বলেন,
এই
নিয়ম
এখন
কেবল
প্রশাসনিক
বোঝা
হয়ে
দাঁড়িয়েছে।
অধিকাংশ
আরোহীই
তাঁদের
জামানত
ফেরত
পেয়েছেন,
কিন্তু
পাহাড়ের
ওপরের
ক্যাম্পগুলোর
আবর্জনা
কমেনি।
সাগরমাথা
দূষণ
নিয়ন্ত্রণ
কমিটির
প্রধান
শেরিং
শেরপা
বলেন,
পর্বতারোহীরা
সাধারণত
নিচের
ক্যাম্পগুলো
থেকে
ময়লা
নামিয়ে
আনেন।
কিন্তু
ওপরের
দুর্গম
ক্যাম্পগুলোতে
পরিত্যক্ত
তাঁবু,
ক্যান
ও
খাবারের
প্লাস্টিকের
প্যাকেটের
স্তূপ
থেকেই
যাচ্ছে।
এ
ছাড়া
নজরদারির
অভাবকেও
এই
ব্যর্থতার
অন্যতম
কারণ
হিসেবে
দেখছেন
বিশেষজ্ঞরা।
এডমিন 













