সম্প্রতি
টাইমস
অব
ইন্ডিয়াকে
দেওয়া
এক
সাক্ষাৎকারে
আলিয়া
জানান,
সন্তানের
জন্মের
পর
অ্যাকশন
দৃশ্যে
অভিনয়
করা
তাঁর
জন্য
বড়
এক
শেখার
অভিজ্ঞতা
ছিল।
এতে
তিনি
বুঝতে
পেরেছেন,
তাঁর
শরীর
কতটা
সক্ষম
এবং
কত
দূর
পর্যন্ত
যেতে
পারে।
‘লাভ
অ্যান্ড
ওয়ার’
প্রসঙ্গে
আলিয়া
বলেন,
এটি
তাঁর
কাছে
‘খুবই
বিশেষ
একটি
সিনেমা’।
তাঁর
ভাষায়,
‘এটি
সেই
বিরল
ছবিগুলোর
একটি,
যার
কাজ
করতে
গিয়ে
কখনো
ক্লান্তি
আসে
না,
বরং
শুটিং
সেটে
আরও
বেশি
সময়
কাটানোর
ইচ্ছা
জাগে।’
‘গাঙ্গুবাই
কাঠিয়াওয়াড়ি’র
পর
আবার
সঞ্জয়
লীলা
বানসালির
সঙ্গে
কাজ
করার
সুযোগ
পাওয়াকে
তিনি
নিজের
জন্য
সৌভাগ্যের
বিষয়
বলে
মনে
করেন।
ওই
ছবিতে
অভিনয়ের
জন্য
তিনি
সেরা
অভিনেত্রী
হিসেবে
জাতীয়
চলচ্চিত্র
পুরস্কার
পেয়েছিলেন।
এডমিন 











