এ
ছাড়া
পিপিসির
১৩১
ধারার
(বিদ্রোহে
উসকানি
দেওয়া
বা
কোনো
সেনাসদস্যকে
তাঁর
কর্তব্য
থেকে
বিচ্যুত
করার
চেষ্টা)
অধীনে
অপরাধের
জন্য
তাঁদের
আরও
১০
বছরের
সশ্রম
কারাদণ্ড
এবং
দুই
লাখ
রুপি
জরিমানা
করা
হয়েছে।
১৯৯৭
সালের
সন্ত্রাসবিরোধী
আইনের
তিনটি
পৃথক
ধারায়
তাঁদের
পাঁচ
বছর
করে
তিন
দফা
সশ্রম
কারাদণ্ড
দেওয়া
হয়েছে।
এই
তিনটি
অপরাধের
প্রতিটির
জন্য
তাঁদের
দুই
লাখ
রুপি
করে
জরিমানা
করা
হয়েছে।
আদালতের
আদেশ
অনুযায়ী,
কোনো
অপরাধের
জরিমানা
পরিশোধে
ব্যর্থ
হলে
দণ্ডপ্রাপ্তদের
কারাবাসের
মেয়াদ
আরও
ছয়
মাস
করে
বাড়বে।
আদেশে
আরও
বলা
হয়েছে,
দণ্ডপ্রাপ্তরা
ফৌজদারি
কার্যবিধির
৩৮২-বি
ধারার
(কারাদণ্ড
দেওয়ার
ক্ষেত্রে
আটককালীন
সময়
বিবেচনা)
সুবিধা
পাবেন
এবং
তাঁদের
সব
সাজা
একই
সঙ্গে
কার্যকর
হবে।
এডমিন 







