ইরানের
রাষ্ট্রীয়
টেলিভিশনে
প্রকাশিত
খবরে
বলা
হয়েছে,
দেশটির
মেট্রো
স্টেশন,
ব্যাংক
ছাড়াও
বাস,
প্রাইভেট
কার
ও
মোটরসাইকেলে
বিক্ষোভকারীদের
আগুন
দিতে
দেখা
গেছে।
এ
ছাড়া
সামাজিক
যোগাযোগমাধ্যম
এক্সে
ছড়িয়ে
পড়া
একটি
ভিডিওতে
ইসফাহান
শহরে
রাষ্ট্রীয়
টেলিভিশন
‘আইআরআইবি’
ভবনে
আগুন
দিতে
দেখা
যায়।
কোথাও
কোথাও
ইরানের
জাতীয়
পতাকা
ছিঁড়ে
ফেলেছেন
বিক্ষোভকারীরা।
গতকাল
বিক্ষোভকারীদের
সরকারবিরোধী
বিভিন্ন
স্লোগান
দিতে
দেখা
যায়।
যেমন
ইসফাহানে
শত
শত
মানুষের
বিক্ষোভ
থেকে
ইরানের
সর্বোচ্চ
নেতা
খামেনিকে
ইঙ্গিত
করে
স্লোগান
দেওয়া
হচ্ছিল,
‘স্বৈরশাসক
নিপাত
যাক’।
আবার
রেজা
পাহলভির
পক্ষে
বাবল
শহরে
স্লোগান
দেওয়া
হচ্ছিল,
‘শাহ
দীর্ঘজীবী
হোক’।
তেহরানে
বড়
বিক্ষোভ
থেকে
গলা
মিলিয়ে
বলা
হচ্ছিল,
‘এটা
শেষ
লড়াই।
পাহলভি
ফিরবে।’
ইসফাহানে
বিক্ষোভে
যোগ
দিয়েছিলেন
৩১
বছর
বয়সী
এক
তরুণ।
নাম
প্রকাশ
না
করার
শর্তে
রয়টার্সকে
তিনি
বলেন,
‘যথেষ্ট
হয়েছে।
৫০
বছর
ধরে
এই
সরকার
দেশ
শাসন
করছে।
এর
ফল
দেখুন।
আমরা
দরিদ্র,
একঘরে
আর
হতাশ
হয়ে
পড়েছি।
চাই
না
আমাদের
দেশে
আবার
বিদেশি
হামলা
হোক।
আমরা
শান্তি
চাই।
সারা
বিশ্বের
সঙ্গে
বন্ধুত্বের
সম্পর্ক
চাই।’
এডমিন 















