আজম
খান
রংপুর-৪
(পীরগাছা-কাউনিয়া)
আসনে
জামায়াত
মনোনীত
প্রার্থী
ছিলেন।
তবে
জাতীয়
নাগরিক
পার্টির
(এনসিপি)
সঙ্গে
জামায়াতের
নির্বাচনী
সমঝোতা
হওয়ায়
আসনটি
এনসিপির
সদস্যসচিব
আখতার
হোসেনকে
ছেড়ে
দেওয়া
হয়।
এ
জন্য
আজম
খান
মনোনয়নপত্র
জমা
দেননি।
১১–দলীয়
জোটের
প্রার্থী
হিসেবে
আখতার
হোসেনকে
সমর্থন
জানিয়ে
বৃহস্পতিবার
ওই
মতবিনিময়
সভায়
বক্তব্য
দেন।
সভায়
আখতার
হোসেনও
উপস্থিত
ছিলেন।
যোগাযোগ
করলে
এ
টি
এম
আজম
খান
আজ
শনিবার
দুপুরে
প্রথম
আলোর
কাছে
দাবি
করেন,
‘বক্তব্যটি
উদাহরণস্বরূপ
দেওয়া
হয়েছে।’
তিনি
বলেন,
‘বিষয়টা
হলো,
আমাদের
জনগণ
যেটা
প্রত্যাশা
করেছিল,
তার
উদাহরণ
দিতে
গিয়ে
এই
কথাটা
চলে
আসছে।
অরিজিনালি
এটা
উদাহরণস্বরূপ
যে
নেতার
আনুগত্য,
আল্লাহর
আনুগত্য,
রাসুলের
আনুগত্য।
আল্লাহর
আনুগত্য
করতে
গিয়ে
আমরা
মতের
কোরবানি
দিই,
এটাই।
এখানে
মূল
কথা
হচ্ছে,
জনগণের
মতের
কোরবানি,
তাঁরা
যেন
এনসিপির
প্রতি
মহব্বত
করে।’
এডমিন 














