দেশে
শৈত্যপ্রবাহের
পরিধি
তিন
দিন
ধরে
কমেছে।
বেড়েছে
সর্বনিম্ন
তাপমাত্রাও।
তারপরও
গতকাল
শনিবার
দেশের
১৯
জেলায়
শৈত্যপ্রবাহ
বয়ে
গেছে।
গতকাল
দেশের
দুই
স্থানে
সর্বনিম্ন
তাপমাত্রা
রেকর্ড
করা
হয়েছে
৮
দশমিক
৩
ডিগ্রি
সেলসিয়াস।
আগের
দিন
শুক্রবারের
চেয়ে
এ
তাপমাত্রা
ছিল
বেশি।
গত
শুক্রবার
পর্যন্ত
দেশের
বিভিন্ন
জেলায়
মাঝারি
পর্যায়ে
শৈত্যপ্রবাহ
বয়ে
যায়।
তবে
গতকাল
ছিল
মৃদু
শৈত্যপ্রবাহ।
আবহাওয়া
অধিদপ্তর
বলছে,
আজ
রোববারও
তাপমাত্রা
কিছুটা
বাড়তে
পারে।
তবে
তাতে
যে
শৈত্যপ্রবাহ
একেবারে
কমে
যাবে,
তা
নয়।
আবার
আগামীকাল
সোমবার
থেকে
তাপমাত্রা
আবার
কমতে
শুরু
করবে।
এ
সময়
কমতে
পারে
সর্বোচ্চ
ও
সর্বনিম্ন
তাপমাত্রার
ব্যবধান।
তাতে
করে
শীতের
তীব্রতা
বাড়তে
পারে।
এডমিন 














