পদ্মা
নদীর
চরের
বাথানে
একদল
শিয়াল
গরু-মহিষের
ওপরে
হামলা
করেছে।
হামলায়
২০০
গরু-মহিষ
আহত
হয়েছে।
শিয়ালের
দল
শুধু
গরু-মহিষকে
জখম
করেই
ক্ষান্ত
হয়নি,
দুই
কৃষকের
ওপরও
হামলা
করেছে।
এ
ছাড়া
চারজনকে
তাড়া
করে
নদীতে
নামিয়েছে।
এ
ঘটনা
শুনে
শৈশবে
পড়া
শিয়াল
পণ্ডিতের
রাজনীতি
নামের
একটি
চটি
বইয়ের
কথা
মনে
পড়ে
গেল।
ওই
বইতে
পড়েছিলাম,
বাঘের
ওপর
প্রতিশোধ
নিতে
শিয়াল
একবার
বাঘের
সঙ্গে
সন্ধি
করেছিল।
শর্ত
ছিল,
তারা
কেউ
আর
মুরগি
খাবে
না।
এ
কথা
সব
মুরগিকে
জানিয়ে
দেওয়া
হলো।
মুরগিরাও
খুশি।
রাতে
শিয়ালের
দল
গৃহস্থের
বাড়িতে
গিয়ে
স্লোগান
দেয়,
‘শিয়াল-মুরগা
ভাই
ভাই,
খোপ
খোলো
মুরগা
ভাই।’
মুরগিরা
আনন্দের
সঙ্গে
খোপ
খুলে
বের
হলো,
অমনি
শিয়ালের
দল
খপাখপ
মুরগি
ধরতে
লাগল।
আর
বলতে
লাগল
আমরা
বাঘ।
রাতে
শিয়ালেরা
তাদের
ডেরায়
মুরগির
হাড়
চিবোতে
লাগল।
তখন
শব্দ
পেয়ে
পাশের
গুহা
থেকে
বাঘ
জানতে
চাইল,
কী
চিবাচ্ছ
তোমরা?
শিয়ালেরা
বলল,
নিজের
পা
চিবাচ্ছি,
মামা।
আপনিও
চিবাতে
পারেন।
কাল
সকালে
আবার
নতুন
পা
গজাবে।
শিয়ালের
রাজনীতি
বুঝতে
না
পেরে
বাঘ
নিজের
পা
চিবিয়ে
খেল
আর
সারা
রাত
যন্ত্রণায়
কাতরাতে
লাগল।
সকালে
বাঘ
বলল,
কই
আমার
পা
তো
গজায়নি।
শিয়ালেরা
গিয়ে
বলল,
কী
বলো
মামা?
আমাদের
তো
গজিয়েছে।
এই
তো
দিব্যি
হেঁটে
বেড়াচ্ছি!’
এডমিন 



















