আজ
বৃহস্পতিবার
সকাল
সাড়ে
১০টার
দিকে
সরেজমিন
দেখা
যায়,
পদ্মা
নদীর
পাড়ে
অবস্থিত
২৮
নম্বর
সরকারি
প্রাথমিক
বিদ্যালয়ের
নদীমুখী
অংশ
বাঁশ
ও
প্লাস্টিকের
নেট
দিয়ে
ঘিরে
রাখা
হয়েছে।
বিদ্যালয়ের
পাশে
বড়
করে
টানানো
সতর্কীকরণ
সাইনবোর্ডে
সাম্প্রতিক
সময়ে
পদ্মা
নদীতে
কুমির
দেখার
তথ্য
জানানো
হয়েছে।
পাশাপাশি
নদীতে
গোসল,
সাঁতার
কাটা,
মাছ
ধরা,
গরু
গোসল
করানোসহ
সব
ধরনের
আনুষঙ্গিক
কাজ
থেকে
বিরত
থাকতে
বলা
হয়েছে।
রাজবাড়ী
বন
বিভাগ
থেকে
আসা
দেলোয়ার
হোসেন
নামের
এক
কর্মচারী
লোকজনের
ভিড়
লক্ষ্য
করে
মাঝেমধ্যেই
সবাইকে
সতর্ক
করছেন,
যাতে
কেউ
নদীতে
গোসল
করতে
না
নামেন
বা
নদীর
পাড়ে
বসে
কাপড়চোপড়
ধোয়ার
কাজ
না
করেন।
এডমিন 









