বয়স
৪০
বছর
পার
হয়েছে,
এমন
নারীরা
আড্ডায়
হাসতে
আর
মন
খুলে
কথা
বলতে
এসেছিলেন।
তবে
একটা
পর্যায়ে
হাসির
পাশাপাশি
একেকজন
জীবনের
এমন
সব
গল্প
বললেন,
যা
শুনে
শুধু
যিনি
বলছিলেন,
তিনি
কাঁদলেন
না,
অন্যরাও
চোখ
মুছতে
মুছতে
ওই
বক্তাকে
জড়িয়ে
ধরছিলেন।
সংগীতশিল্পী
ফাহমিদা
নবীর
সঙ্গে
গলা
মিলিয়ে
এই
নারীরা
গাইলেন
‘যদি
তোর
ডাক
শুনে
কেউ
না
আসে
তবে
একলা
চলো
রে…।’
গতকাল
শুক্রবার
এ
আড্ডা
বসেছিল
রাজধানীর
বাংলামোটরে
বিশ্বসাহিত্য
কেন্দ্রে।
আড্ডার
আয়োজন
করেছিল
‘মন
জানালা’
নামের
অনলাইনভিত্তিক
একটি
সামাজিক
উদ্যোগ।
এত
দিন
ফেসবুক
গ্রুপে
এই
নারীরা
একে
অপরের
সঙ্গে
পরিচিত
হয়েছেন,
গতকাল
৭৫
জন
নারী
সরাসরি
একত্র
হয়েছিলেন
আড্ডায়।
একজন
যখন
ছবি
তুলছিলেন,
তখন
একজন
একজন
করে
পারলে
৭৫
জনই
ছবি
তুলতে
হাজির
হচ্ছিলেন।
বয়স
হয়েছে—এ
কথাটাই
ভুলে
গিয়েছিলেন
তাঁরা।
এডমিন 













