আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয়, তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন। কিন্তু সেই উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেননি। অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে, আমরা যত বড় অবদানই রাখি না কেন, একদিন সবাইকেই আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।