০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে নির্বাচন বর্জনের ভাবনা বিরোধীদের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 3

বিহারে ইসি যে নিবিড় ভোটার তালিকা সংশোধনপ্রক্রিয়া চালু করেছে, শুক্রবার ২৫ জুলাই তার শেষ দিন। এই দিনের মধ্যেই নির্দিষ্ট নথি জমা দিতে হবে। ইসি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ১ আগস্ট। সময়সীমা শেষ হওয়ার এক দিন আগে ইসির হিসাবে ৬১ লাখ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। তাঁদের মধ্যে ২১ লাখ ৬০ হাজার জন মৃত, ৩১ লাখ ৫০ হাজার রাজ্য ছেড়ে ‘পাকাপাকিভাবে’ অন্যত্র চলে গেছেন এবং ৭ লাখের নাম দুই জায়গায় নথিবদ্ধ। ইসির দেওয়া তথ্য অনুযায়ী আরও ১ লাখ ভোটারের ‘হদিস’ নেই। এক দিন পর এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা। রাজ্যে মোট প্রাপ্তবয়স্ক ভোটার প্রায় ৮ কোটি।

ইসি এভাবেই লাগামহীন থাকলে ও নিজেদের ইচ্ছেমতো ভোটার তালিকা সংশোধন করলে বিরোধীরা ভোট বর্জনের রাস্তায় হাঁটতে পারে। গত বুধবার আরজেডি নেতা তেজস্বী যাদব প্রথমবার সেই ইঙ্গিত দেন। তিনি বলেন, যেভাবে ভোট চুরির রাস্তায় ইসি হাঁটছে, তার প্রতিকার না হলে ভোট বর্জনের কথা ভেবে দেখা যেতে পারে। এ বিষয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনার প্রস্তাবও তিনি দিয়ে রেখেছেন।

পরের দিন, বৃহস্পতিবার আরও একবার সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ভোট বর্জন বিকল্প পথ হিসেবে আমরা খোলা রাখছি। সময় এলে সবার সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভোটার তালিকা সংশোধনের নামে যা চলছে, তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।’

ট্যাগঃ

দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিহারে নির্বাচন বর্জনের ভাবনা বিরোধীদের

আপডেট সময়ঃ ০৬:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বিহারে ইসি যে নিবিড় ভোটার তালিকা সংশোধনপ্রক্রিয়া চালু করেছে, শুক্রবার ২৫ জুলাই তার শেষ দিন। এই দিনের মধ্যেই নির্দিষ্ট নথি জমা দিতে হবে। ইসি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ১ আগস্ট। সময়সীমা শেষ হওয়ার এক দিন আগে ইসির হিসাবে ৬১ লাখ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। তাঁদের মধ্যে ২১ লাখ ৬০ হাজার জন মৃত, ৩১ লাখ ৫০ হাজার রাজ্য ছেড়ে ‘পাকাপাকিভাবে’ অন্যত্র চলে গেছেন এবং ৭ লাখের নাম দুই জায়গায় নথিবদ্ধ। ইসির দেওয়া তথ্য অনুযায়ী আরও ১ লাখ ভোটারের ‘হদিস’ নেই। এক দিন পর এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা। রাজ্যে মোট প্রাপ্তবয়স্ক ভোটার প্রায় ৮ কোটি।

ইসি এভাবেই লাগামহীন থাকলে ও নিজেদের ইচ্ছেমতো ভোটার তালিকা সংশোধন করলে বিরোধীরা ভোট বর্জনের রাস্তায় হাঁটতে পারে। গত বুধবার আরজেডি নেতা তেজস্বী যাদব প্রথমবার সেই ইঙ্গিত দেন। তিনি বলেন, যেভাবে ভোট চুরির রাস্তায় ইসি হাঁটছে, তার প্রতিকার না হলে ভোট বর্জনের কথা ভেবে দেখা যেতে পারে। এ বিষয়ে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনার প্রস্তাবও তিনি দিয়ে রেখেছেন।

পরের দিন, বৃহস্পতিবার আরও একবার সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ভোট বর্জন বিকল্প পথ হিসেবে আমরা খোলা রাখছি। সময় এলে সবার সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভোটার তালিকা সংশোধনের নামে যা চলছে, তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু নয়।’