বেঁচে
থাকতে
অভিনয়শিল্পী
হিসেবে
মূল্যায়ন
চান,
মৃত্যুর
পর
মূল্যায়নের
কোনো
প্রয়োজন
নেই
উল্লেখ
করে
মৌ
শিখা
লিখেছেন,
‘আমি
জানি
বেঁচে
থাকতে
আমার
মূল্যায়ন
করা
না
হলেও
আমার
মৃত্যুর
পর
কিছু
মানুষ
হলেও
আমাকে
মনে
রাখবে।
হয়তো
বলবে,
আহারে
মহিলা
তো
কত
ভালো
ছিল,
কত
সহজ–সরল
ছিল,
কারও
সাতপাঁচে
ছিল
না;
কারও
সামনে–পেছনে
ছিল
না।
আহা
রে
মহিলাটার
আত্মা
শান্তি
পাক;
কিন্তু
তাতে
কি
লাভ
হবে
আমার,
বেঁচে
থাকতে
তো
দরকার
আমার
কাজের,
বেঁচে
থাকতেই
দেখে
যেতে
চাই
আমার
মূল্যায়ন
হচ্ছে;
কিন্তু
সেটা
কি
আদৌ
দেখে
যেতে
পারব।
আমি
জানি
না;
তবে
আমার
অনুরোধ,
আমি
মরে
গেলে
দয়া
করে
কেউ
আফসোস
করবেন
না।
আমাকে
মনে
করারও
কোনো
দরকার
নেই।’
০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
‘আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না’, অভিনেত্রীর ক্ষোভ
-
এডমিন
- আপডেট সময়ঃ ০৬:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- 2
ট্যাগঃ
জনপ্রিয় খবর