প্রধান
নির্বাচন
কমিশনার
(সিইসি)
এ
এম
এম
নাসির
উদ্দিন
বলেছেন,
ত্রয়োদশ
জাতীয়
সংসদ
নির্বাচনে
কৃত্রিম
বুদ্ধিমত্তা
(এআই)
একটি
বড়
চ্যালেঞ্জ।
এটি
একটি
আধুনিক
হুমকি,
যা
অস্ত্রের
চেয়েও
ভয়াবহ।
শনিবার
(২৬
জুলাই)
সকালে
খুলনার
আঞ্চলিক
নির্বাচন
কর্মকর্তার
কার্যালয়ে
ত্রয়োদশ
জাতীয়
সংসদ
নির্বাচন
উপলক্ষে
আয়োজিত
মতবিনিময়
সভায়
তিনি
এ
কথা
বলেন।
তিনি
বলেন,
নির্বাচনকে
প্রভাবিত
করতে
যে
কোনো
ধরনের
প্রযুক্তি-নির্ভর
হস্তক্ষেপ
রোধে
কমিশন
সতর্ক
রয়েছে।
আগামী
নির্বাচনে
কমিশনের
জন্য
সবচেয়ে
বড়
চ্যালেঞ্জ
হলো
ভোটারদের
আস্থা
ফেরানো
এবং
কেন্দ্রে
আনা।
বিশেষ
করে
নারী
ভোটারদের
অংশগ্রহণ
নিশ্চিত
করাটাও
বড়
চ্যালেঞ্জ
হিসেবে
দেখছে
কমিশন।
তিনি
আরও
বলেন,
নির্বাচনের
আগে
সন্ত্রাস
দমন
এবং
অবৈধ
অস্ত্র
উদ্ধার
অভিযান
চলবে।
আমরা
চাই
স্বচ্ছ
নির্বাচন।
রাতের
আঁধারে
কোনো
কার্যক্রম
নয়,
দিনের
আলোতেই
সব
কিছু
করতে
চাই।
যাতে
করে
স্বচ্ছতা
নিশ্চিত
করা
যায়।
আমরা
জাতিকে
একটি
সুষ্ঠু
নির্বাচন
উপহার
দিতে
চাই।
তা
না
পারলে
দেশের
ভবিষ্যৎ
নিয়েই
প্রশ্ন
উঠবে।
মতবিনিময়
সভার
সভাপতিত্ব
করেন
খুলনার
আঞ্চলিক
নির্বাচন
কর্মকর্তা
ফয়সাল
কাদের।
আরিফুর
রহমান/এএইচ/এএসএম
অনলাইন
নিউজ
পোর্টাল
জাগোনিউজ২৪.কমে
লিখতে
পারেন
আপনিও।
লেখার
বিষয়
ফিচার,
ভ্রমণ,
লাইফস্টাইল,
ক্যারিয়ার,
তথ্যপ্রযুক্তি,
কৃষি
ও
প্রকৃতি।
আজই
আপনার
লেখাটি
পাঠিয়ে
দিন
[email protected]
ঠিকানায়।