রিশি
কাব্য
মাথার
মধ্যে
দেশ,
বুকের
মধ্যে
প্রেমিকা
এই
শহরে
পাখিদের
ঘুম
ভাঙে
গুলির
শব্দে
এই
শহরে
ছাত্র
পড়ে
থাকে
মগজভর্তি
বারুদের
গন্ধে
মস্তিষ্ক
ছিঁড়ে
ছিঁড়ে
খাচ্ছে
শকুনের
গুলি
রক্তের
দাবানলে
ভেসে
যাচ্ছে
জাতিসংঘের
শান্তিরক্ষীরা
ফ্যাসিস্ট
কারা?
স্বৈরাচার
কে?
শকুনের
ভয়ে
থাকে
ঘরে
কে?
মায়ের
বুকের
আর্তনাদ—
হামার
বেটাকে
মারলু
কেন?
তৃষ্ণার্ত
কালো
র্যাব,
পানি
লাগবে
আর
কারও?
শহর
যখন
নির্ঘুম
মুগ্ধ,
প্রিয়,
সাঈদের
রক্তে,
তখন
বেওয়ারিশ
লাশেদের
দ্বন্দ্বে
কোথাও
কেউ
নেই।
কাঁটাতার
ফেলে
আসা
খাকি
হায়েনার
শব্দবোমায়
ঢেকে
যাচ্ছে
মুক্তির
স্লোগান
টিয়ারশেলের
ধোঁয়ায়
নিখোঁজ
হচ্ছে
লাশ
প্লেনের
শব্দের
পিছু
নিয়ে
মাইল
পাড়ি
দেওয়া
থেকে
হেলিকপ্টারের
শব্দে
আতঙ্ক
লাগার
সময়ে
আজ
এই
শহরে
পাখিদের
ঘুম
ভাঙে
গুলির
শব্দে
এই
শহর
নেশায়
বুঁদ
বারুদের
গন্ধে।
২৯
জুলাই
২০২৪