বিস্ময়কর এক ঘটনাই ঘটে গেল দেশের কাবাডিতে। শনিবার ঘটা করে নারী কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দুপুরে দল ঘোষণার এক ঘণ্টার মধ্যে জানা গেলো বিশ্বকাপই স্থগিত হয়ে গেছে!
মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদে ৩ থেকে ১০ আগস্ট পর্যন্ত। অংশ নেওয়ার কথা ছিল ১৪ দেশের। বিশ্বকাপ স্থগিতের খবর নিশ্চিত করেছে ভারতের একটি গণমাধ্যম আরো তিনদিন আগে। বাংলাদেশ কাাবডি ফেডারেশন সেটা জানেই না। তারা ব্যস্ত ছিল বিশাল আকারে সংবাদ সম্মেলন আয়োজন করে দল ঘোষণা করতে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা অডিটোরিয়ামে বেলা দেড়টায় সংবাদ সম্মেলন হয়েছে। বেলা আড়াইটা নাগাদ জানা যায় বিশ্বকাপ স্থগিতের কথা। বাংলাদেশ কাবাডি ফেডারেশন পরে খবরের সত্যতা নিশ্টিচত করেছে।
কি কারণে স্থগিত হলো বিশ্বকাপ? খবরে প্রকাশ- অংশগ্রহণকারী দেশগুলো টিম কন্টিনজেন্টের বিবরণ সময়মতো জমা না দেওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সময় লেগেছে। আর এ কারণে স্থগিত করা হয়েছে বিশ্বকাপ। নতুন সময় পরে জানানো হবে।
কাবাডি ফেডারেশনের সংবাদ সম্মেলনে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলার অংশ গ্রহণে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ আয়োজন করার কথাও জানিয়েছে।
২৯ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। অংশ নিতে যাওয়া দলগুলোকে আটটি জোনে ভাগ করা হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত জোনাল পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা জানিয়েছে ফেডারেশন। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সঙ্গে জাতীয় কাবাডিতে খেলার সুযোগ পাবে।
আরআই/আইএইচএস/