আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও সংসদে তাদের ১০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও ১০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেছেন, অনেকেই নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করেছে। কিন্তু আমরা সংগ্রাম করেছি নিজেদের বুদ্ধি ও বিবেকের তাড়নায়। আমাদের অনেকভাবে বিনাশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। এই ঘুরে দাঁড়ানোর পেছনে প্রবাসী অধিকার পরিষদ ও প্রবাসী ভাই-বোনেরা বড় ভূমিকা রেখেছে।
তিনি বলেন, আমাদের সফলতার পেছনে কোনো বড় ডোনার ছিল না, কিন্তু এই প্রবাসীরাই বিপদে আমাদের পাশে ছিল, তারা আমাদের সফলতার একটি অংশ। সংসদে তাদের জন্য ১০ শতাংশ প্রতিনিধিত্ব দিতে হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এর বিশেষ কিছু ভালো দিক আছে। অর্থনীতির জন্য রেমিট্যান্স একটি বড় খাত। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকলে তারাই প্রবাসীদের ভালো-মন্দ নিয়ে কথা বলতে পারবেন।
সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে গণঅধিকার পরিষদ নির্বাচনে যাবে না।
তিনি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা না করলে হাসিনার পতন হতো না। প্রতিটি দলকে বলবো, প্রবাসী প্রতিনিধিদের নমিনেশন দিন। আমরা ৩৬টি আসন করেছি, এরমধ্যেও কয়েকজন প্রবাসী প্রতিনিধি রয়েছে। আমরা প্রবাসীদের দাবির সঙ্গে রয়েছি।
সভায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কবীর হোসেন। এসময় তিনি পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের ১০ দফা দাবি তুলে ধরেন।
আরএএস/এমকেআর