০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর মরদেহ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 9

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এসেছে ভারতীয় এক শিশুর মরদেহ। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদের গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, কলা গাছের কয়েকটি খণ্ড দিয়ে তৈরি একটি ভেলায় প্রায় ৬ বছর বয়সী একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা। শুধু মুখটা দেখা যায়। সেখানে শিশুটির ছবি সম্বলিত নাম ঠিকানা ও একটি ফোন নম্বর উল্লেখ করা ছিল।

উল্লেখিত ঠিকানায় দেখা যায়, শিশুটির নাম সুমিত দাস, তার বাবার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা ছিল ডেকাবঘাট লালবাড়ি আসাম।

যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলা গাছের ভেলায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে মরদেহের সঙ্গে একটি চিরকুট দেখতে পাই। ওই চিরকুটে একটি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে সাড়া পাই। অনকু দাস নামে এক ব‌্যক্তি শিশুটির মামা পরিচয় দেন।। পরে তিনি জানান গত ১০ জুলাই শিশুটি সাপের কামড়ে মারা গেলে তাকে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যান আব্দুল গফুর বলেন, শুনেছি শিশুটি নাকি সাপের কামড়ে মারা গেছে। তার স্বজনরা তাকে একটি কলা গাছের ভেলায় ভাসিয়ে দেয়। তবে ভেলাটি কেউ আটকায়নি। দুপুরের পর জানতে পেরেছি ভেলাটি ব্রহ্মপুত্র নদে ভাসছিল।

রোকনুজ্জামান মানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর মরদেহ

আপডেট সময়ঃ ১২:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এসেছে ভারতীয় এক শিশুর মরদেহ। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদের গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, কলা গাছের কয়েকটি খণ্ড দিয়ে তৈরি একটি ভেলায় প্রায় ৬ বছর বয়সী একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা। শুধু মুখটা দেখা যায়। সেখানে শিশুটির ছবি সম্বলিত নাম ঠিকানা ও একটি ফোন নম্বর উল্লেখ করা ছিল।

উল্লেখিত ঠিকানায় দেখা যায়, শিশুটির নাম সুমিত দাস, তার বাবার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা ছিল ডেকাবঘাট লালবাড়ি আসাম।

যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলা গাছের ভেলায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে মরদেহের সঙ্গে একটি চিরকুট দেখতে পাই। ওই চিরকুটে একটি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে সাড়া পাই। অনকু দাস নামে এক ব‌্যক্তি শিশুটির মামা পরিচয় দেন।। পরে তিনি জানান গত ১০ জুলাই শিশুটি সাপের কামড়ে মারা গেলে তাকে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম‌্যান আব্দুল গফুর বলেন, শুনেছি শিশুটি নাকি সাপের কামড়ে মারা গেছে। তার স্বজনরা তাকে একটি কলা গাছের ভেলায় ভাসিয়ে দেয়। তবে ভেলাটি কেউ আটকায়নি। দুপুরের পর জানতে পেরেছি ভেলাটি ব্রহ্মপুত্র নদে ভাসছিল।

রোকনুজ্জামান মানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।