০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ মানুষকে এনসিপিতে আনার চেষ্টা চলছে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 51

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গণমানুষের দল করা হবে। কার্যকলাপের মাধ্যমে সবাই দলটির প্রতি আস্থা রাখতে পারবে। এই দলে সব শ্রেণি-পেশার মানুষকে আনার চেষ্টা চলছে। এজন্যই দলটির নেতারা জনসাধারণের সঙ্গে মিশতে গেছেন। বৈষম্যহীন দেশ গড়াই এনসিপি নেতাদের উদ্দেশ্য।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপি নেতারা। এ উপলক্ষে রোববার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি, ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান।

তিনি বলেন, পদযাত্রা ও সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ড. তাসনিম জারাসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এদিন জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে শহীদদের কবর জেয়ারত করবেন তারা। পদযাত্রা করে শহীদ সাগর চত্বরে যাবেন। পদযাত্রা শেষে নগরীর টাউন হলে দলটির সমাবেশ হবে। সেখানে নেতারা ২৪ এর গণঅভ্যুত্থানে নির্যাতনের তথ্য তুলে ধরবেন। পরে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

ইকরাম এলাহী খান বলেন, সমাবেশে অন্তত ১০ হাজার লোক উপস্থিত থাকবে বলে প্রত্যাশা করছি। পদযাত্রা ও সমাবেশের বিষয়টি সবাইকে জানাতে জেলায় মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়েছে। এরই মধ্যে পদযাত্রা ও সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবেন।

এসময় জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের সদস্য ফরয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন।

এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে কেমন নিরাপত্তা থাকবে জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা সমাপ্ত হবে বলে আশা করছি।

কামরুজ্জামান মিন্টু/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

সাধারণ মানুষকে এনসিপিতে আনার চেষ্টা চলছে

আপডেট সময়ঃ ১২:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গণমানুষের দল করা হবে। কার্যকলাপের মাধ্যমে সবাই দলটির প্রতি আস্থা রাখতে পারবে। এই দলে সব শ্রেণি-পেশার মানুষকে আনার চেষ্টা চলছে। এজন্যই দলটির নেতারা জনসাধারণের সঙ্গে মিশতে গেছেন। বৈষম্যহীন দেশ গড়াই এনসিপি নেতাদের উদ্দেশ্য।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপি নেতারা। এ উপলক্ষে রোববার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি, ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান।

তিনি বলেন, পদযাত্রা ও সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ড. তাসনিম জারাসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এদিন জুলাই অভ্যুত্থানে ময়মনসিংহে শহীদদের কবর জেয়ারত করবেন তারা। পদযাত্রা করে শহীদ সাগর চত্বরে যাবেন। পদযাত্রা শেষে নগরীর টাউন হলে দলটির সমাবেশ হবে। সেখানে নেতারা ২৪ এর গণঅভ্যুত্থানে নির্যাতনের তথ্য তুলে ধরবেন। পরে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

ইকরাম এলাহী খান বলেন, সমাবেশে অন্তত ১০ হাজার লোক উপস্থিত থাকবে বলে প্রত্যাশা করছি। পদযাত্রা ও সমাবেশের বিষয়টি সবাইকে জানাতে জেলায় মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়েছে। এরই মধ্যে পদযাত্রা ও সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবেন।

এসময় জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের সদস্য ফরয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন।

এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে কেমন নিরাপত্তা থাকবে জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা সমাপ্ত হবে বলে আশা করছি।

কামরুজ্জামান মিন্টু/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।