০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৪ আগস্ট শুরু হচ্ছে হজ ও ওমরাহ মেলা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 51

আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে তিনদিনের হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও ওমরাহ মেলা করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভ্যেনু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

মহাসচিব বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘মেলায় বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স ও হজ এজেন্সির স্টল থাকবে। আগামী বছরের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শুরুতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে হজযাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার জন্য আমরা এ মেলাটা করছি।’

আরএমএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

১৪ আগস্ট শুরু হচ্ছে হজ ও ওমরাহ মেলা

আপডেট সময়ঃ ০৬:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে তিনদিনের হজ ও ওমরাহ মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও ওমরাহ মেলা করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভ্যেনু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

মহাসচিব বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘মেলায় বিভিন্ন ব্যাংক, এয়ারলাইন্স ও হজ এজেন্সির স্টল থাকবে। আগামী বছরের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শুরুতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে হজযাত্রীদের সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করার জন্য আমরা এ মেলাটা করছি।’

আরএমএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।