০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন, হলে প্রবেশে কড়াকড়ি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 251

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার সময় ছাত্রী হলে ছেলেদের এবং ছাত্র হলে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, শুধু নির্দিষ্ট শর্ত ও রিটার্নিং অফিসারের অনুমতির ভিত্তিতে হল চত্বরে প্রবেশ করতে পারবে প্রার্থীরা।

ডাকসু ও হল সংসদের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ছেলেরা মেয়েদের হলে এবং মেয়েরা ছেলেদের হলে শুধু প্রজেকশন সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

তবে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট হলের নিজস্ব নিয়ম অনুসরণে, হল রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে বিশেষ বিবেচনায় কিছু ব্যতিক্রম থাকতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আবাসিক পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও প্রশাসন জানিয়েছে, নির্বাচনী কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং আচরণবিধির ব্যত্যয় রোধে নিয়মিত নজরদারি চালানো হবে।

এফএআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

অস্ত্রধারীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হবে না

ডাকসু নির্বাচন, হলে প্রবেশে কড়াকড়ি

আপডেট সময়ঃ ১২:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার সময় ছাত্রী হলে ছেলেদের এবং ছাত্র হলে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, শুধু নির্দিষ্ট শর্ত ও রিটার্নিং অফিসারের অনুমতির ভিত্তিতে হল চত্বরে প্রবেশ করতে পারবে প্রার্থীরা।

ডাকসু ও হল সংসদের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ছেলেরা মেয়েদের হলে এবং মেয়েরা ছেলেদের হলে শুধু প্রজেকশন সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

তবে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট হলের নিজস্ব নিয়ম অনুসরণে, হল রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে বিশেষ বিবেচনায় কিছু ব্যতিক্রম থাকতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আবাসিক পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখেই এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও প্রশাসন জানিয়েছে, নির্বাচনী কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং আচরণবিধির ব্যত্যয় রোধে নিয়মিত নজরদারি চালানো হবে।

এফএআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।