মানববন্ধনে
শিক্ষার্থীরা
বলেন,
‘এ
প্রশাসন
আমরা
এনেছি।
যদি
আপনারা
আমাদের
দাবি
বাস্তবায়ন
করতে
না
পারেন,
আপনাদের
আমরা
গাড়িতে
তুলে
দিতে
বাধ্য
হব।
এ
প্রশাসন
ক্যাম্পাসে
গত
এক
বছরে
কিছুই
করতে
পারেনি।
ছয়
মাস
পার
হলেও
একটি
ক্যাফেটেরিয়া
সম্পূর্ণ
হয়নি।
হচ্ছে,
হবে
কিংবা
প্রক্রিয়ায়
আছে—এসব
কথা
আর
বলা
যাবে
না।
যদি
কাজ
করতে
না
পারেন,
আপনারা
চলে
যাবেন।’
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়
ছাত্র
অধিকার
পরিষদ,
সমাজতান্ত্রিক
ছাত্র
ফ্রন্ট,
বাংলাদেশ
গণতান্ত্রিক
ছাত্রসংসদ,
ইউনাইটেড
পিপলস
(আপ)
বাংলাদেশ
ও
ইসলামী
ছাত্রশিবির
মানববন্ধনের
সঙ্গে
একাত্মতা
প্রকাশ
করে।
বিভিন্ন
ছাত্রসংগঠনের
নেতা-কর্মীরা
মানববন্ধনে
অংশ
নেন।
এডমিন 












