১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 9

বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানী ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম।

মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক। মালয়েশিয়া থেকে আগত সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক সূত্রে জানা গেছে, আইজিপি বাহারুল আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি অপরাধ দমনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের পুলিশের সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উভয়পক্ষ যথাসময়ে তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]

ট্যাগঃ

মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: খসরু

বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট সময়ঃ ১২:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানী ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম।

মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক। মালয়েশিয়া থেকে আগত সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক সূত্রে জানা গেছে, আইজিপি বাহারুল আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি অপরাধ দমনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের পুলিশের সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উভয়পক্ষ যথাসময়ে তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]