‘সমতার আলো-স্পনসরশিপের মাধ্যমে সমতা অর্জনের পথে’ প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক শিশু-কিশোরদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) ঢাকার বনানীর হোটেল ঢাকা গোল্ডেন ইন-এ এই পরামর্শ সভার আয়োজন করে ‘এবি’ সংস্থা।
প্রকল্পটি বাস্তবায়ন করছে এবি, আরবান ও এসওএফ। অর্থায়ন করছে ইতালির আন্তর্জাতিক সংস্থা তের দে হোমস ইটালিয়া (TDH Italia)।
এই পরামর্শ সভায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, স্কুল শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধারাবাহিক শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও কোচিং, শিক্ষক প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন এবং শিশুর সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ।
প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে-
(ক) ৩৬০০ শিক্ষার্থীর জন্য মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং
(খ) ৩৬০০ শিক্ষার্থীর জন্য ডিজিটাল সচেতনতামূলক ক্লাস
(গ) ৩০ জন শিক্ষকের জন্য প্যাডাগজিকাল ও ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ
(ঘ) ৮৩৭ শিক্ষার্থীর জন্য ক্যারিয়ার কাউন্সেলিং
(ঙ) ২২০০ অভিভাবক ও শিক্ষার্থীর জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন
এই পরামর্শ সভার মাধ্যমে প্রকল্প কার্যক্রমগুলোকে স্থানীয় বাস্তবতা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই আয়োজনের লক্ষ্য ছিল সরকার-এনজিও সমন্বয় জোরদার করা, কার্যক্রমগুলোর প্রাসঙ্গিকতা ও টেকসইতা নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক পরামর্শের মাধ্যমে প্রকল্পটিকে আরও কার্যকর করে তোলা।
এই উদ্যোগের মাধ্যমে লক্ষ্য করা হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুরক্ষিত শিক্ষা পরিবেশ গঠন, যেখানে প্রান্তিক শিশুরাও সমতার আলোয় শিক্ষিত হয়ে উঠবে।
এতে অংশ নেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ফারহানা হক, আরবানের প্রধান নির্বাহী কামাল উদ্দিন, সবুজের অভিযান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, তের দে হোমস ইটালিয়ার দেশীয় প্রতিনিধি রাজিব দেবনাথ ও প্রোগ্রাম ম্যানেজার বেনজির শাহ শোভন।
এসইউজে/এএমএ/এএসএম
এডমিন 








