অর্থনীতিবিদ
দেবপ্রিয়
ভট্টাচার্য
প্রশ্ন
করেন,
এখন
একটা
কঠিন
সময়
যাচ্ছে।
তরুণ
প্রজন্মকে
কীভাবে
দেখেন,
কী
আশা
করেন
তাদের
কাছে?
আবদুল্লাহ
আবু
সায়ীদ
বলেন,
‘তরুণেরা
কী
হবে,
তা
তরুণদের
ওপরে
নির্ভর
করে
না।
সেটা
নির্ভর
করে
আমরা
তাদের
কী
বানাতে
চাই,
তার
ওপর।
দেখতে
হবে
তরুণদের
গড়ার
মতো
আমাদের
ক্ষমতা
কতটা
আছে।
অর্থাৎ
শিক্ষক
কেমন
হবে,
তার
ওপরে
নির্ভর
করে
তাঁর
ছাত্র
কেমন
হবে।
সক্রেটিস
শিক্ষক
ছিলেন
বলে
ছাত্র
প্লেটো
হয়েছেন।
প্লেটোর
শিক্ষা
পেয়ে
ছাত্র
অ্যারিস্টটল
হতে
পেরেছেন।
বড়দের
যদি
বড়ত্ব
না
থাকে,
তবে
ছোটরা
বড়
হতে
পারে
না।
দুর্ভাগ্য
যে
আমরা
বড়রা
তাদের
সামনে
আদর্শ
দাঁড়
করাতে
পারিনি।
ফলে
এখন
বড়দেরই
ছোটদের
পেছনে
দাঁড়াতে
হচ্ছে।’
ডেইলি
স্টার
সম্পাদক
মাহ্ফুজ
আনাম
জানতে
চান,
তিনি
এত
বিচিত্র
ধরনের
এত
বিপুল
কাজ
করেছেন।
এই
প্রাণশক্তি
পান
কেমন
করে?