শুক্রবার
মার্কিন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পের
বিশেষ
দূত
স্টিভ
উইটকফ
গাজা
সফর
করেছেন।
তিনি
উপত্যকাটির
রাফা
এলাকায়
জিএইচএফের
একটি
ত্রাণ
বিতরণ
কেন্দ্রও
ঘুরে
দেখেন।
এ
সময়
ইসরায়েলে
নিয়োজিত
মার্কিন
রাষ্ট্রদূত
মাইক
হুকাবি
তাঁর
সঙ্গে
ছিলেন।
তাঁরা
পাঁচ
ঘণ্টার
বেশি
গাজায়
ছিলেন।
সামাজিক
যোগাযোগমাধ্যম
এক্সে
উইটকফ
নিজেই
এই
কথা
জানিয়েছেন।
আগের
দিন
তিনি
ইসরায়েলের
প্রধানমন্ত্রী
বেনিয়ামিন
নেতানিয়াহুর
সঙ্গে
সাক্ষাৎ
করেন।
উইটকফ
বলেছেন,
‘মাঠের
পরিস্থিতি
বুঝতে
ও
তথ্য
সংগ্রহ
করতে
আমরা
গাজায়
গিয়েছিলাম।
গাজার
মানবিক
পরিস্থিতির
একটি
স্পষ্ট
ধারণা
মার্কিন
প্রেসিডেন্ট
ট্রাম্পের
কাছে
পৌঁছে
দেওয়াই
আমার
উদ্দেশ্য,
যাতে
করে
গাজাবাসীর
জন্য
খাদ্য
ও
চিকিৎসা
সহায়তা
পৌঁছাতে
পরিকল্পনা
প্রণয়নে
সহায়তা
করা
যায়।’
গার্ডিয়ানের
প্রতিবেদনে
বলা
হয়েছে,
ট্রাম্পের
মধ্যপ্রাচ্য-বিষয়ক
বিশেষ
দূত
ও
আবাসন
খাতের
সাবেক
আইনজীবী
উইটকফের
আন্তর্জাতিক
নীতি
ও
মানবিক
সহায়তা-সংক্রান্ত
কোনো
অভিজ্ঞতা
নেই।
তা
সত্ত্বেও
তিনি
মধ্যপ্রাচ্যের
সংকট
সমাধানের
চেষ্টার
পাশাপাশি
রাশিয়া-ইউক্রেন
যুদ্ধ
বন্ধেও
কূটনীতি
চালাচ্ছেন।
এরই
মধ্যে
তিনি
রাশিয়ার
প্রেসিডেন্ট
ভ্লাদিমির
পুতিনের
সঙ্গে
একাধিকবার
বৈঠক
করেছেন।