১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 5

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু এবং দুই হাজার ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ জুলাই ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ৩৩১ জন হাসপাতালে, ২৭ জুলাই তিনজনের মৃত্যু এবং ৪০৯ জন হাসপাতালে, ২৮ জুলাই দুইজনের মৃত্যু এবং ৩৯৪ জন হাসপাতালে, ২৯ জুলাই একজনের মৃত্যু এবং ৩৯৩ জন হাসপাতালে, ৩০ জুলাই দুইজনের মৃত্যু এবং ৩৮৬ জন হাসপাতালে, ৩১ জুলাই দুইজনের মৃত্যু এবং ২৭৮ জন হাসপাতালে এবং ১ আগস্ট কারও মৃত্যু না হলেও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১১৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৭২৮ জন। মারা গেছেন ৮৩ জন।

এ ছাড়া জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একমাসে সর্বোচ্চ। 

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে নূর নবীর পদত্যাগ

এক সপ্তাহে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

আপডেট সময়ঃ ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু এবং দুই হাজার ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ জুলাই ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ৩৩১ জন হাসপাতালে, ২৭ জুলাই তিনজনের মৃত্যু এবং ৪০৯ জন হাসপাতালে, ২৮ জুলাই দুইজনের মৃত্যু এবং ৩৯৪ জন হাসপাতালে, ২৯ জুলাই একজনের মৃত্যু এবং ৩৯৩ জন হাসপাতালে, ৩০ জুলাই দুইজনের মৃত্যু এবং ৩৮৬ জন হাসপাতালে, ৩১ জুলাই দুইজনের মৃত্যু এবং ২৭৮ জন হাসপাতালে এবং ১ আগস্ট কারও মৃত্যু না হলেও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১১৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৭২৮ জন। মারা গেছেন ৮৩ জন।

এ ছাড়া জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একমাসে সর্বোচ্চ। 

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সালাউদ্দিন/সাএ