রাজধানীর শাহবাগে বড়সড় সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের পর এটাই তাদের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাবে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।
রোববার দুপুর ২টায় শাহবাগে অনুষ্ঠেয় এ সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত থাকবেন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সমাবেশ ঘিরে মোট ছয়টি নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনাগুলো হলো-
এক. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না।
দুই. কেন্দ্র নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে।
তিন. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা যানবাহন চলাচলে পূর্ণ সহযোগিতা করতে হবে।
চার. ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি সমাবেশের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
পাঁচ. ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়া নিষেধ।
ছয়. সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে প্রত্যেক ইউনিটকে সরে যেতে হবে।
এফএআর/এমআরএম/এএসএম