০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আটক ৪ যুবক যুবদলের কেউ না, সংবাদ সম্মেলনে দাবি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 2

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক চার যুবককে যুবদলের কর্মী পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতিবাদে শনিবার (২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে করেছে জেলা যুবদল। তাদের দাবি, ‘আটককৃতরা যুবদলের কেউ না।’

ঘটনার পর শুক্রবার মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেছিলেন, চারজনই যুবদলের সক্রিয় কর্মী। তাদের অপকর্মের দায় দল নেবে না।’

শনিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছেন। তাদের কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছেন। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। তারা কোনো দলীয় কর্মী নন।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ‘যুবদলের কোনো বিষয়ে জানার থাকলে ওই এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিংবা জেলা যুবদলের শীর্ষ নেতারা নিশ্চিত করবেন কারা যুবদল করেন। বিএনপির সভাপতি কীভাবে জানবেন কারা যুবদল করেন?’

আরও পড়ুন

এর আগে, শুক্রবার রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাতে মণিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় কক্ষের ভেতরে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

আটকরা হলেন মণিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। পরে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠান।

সংবাদ সম্মেলনের পর ফোন করা হলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, ‘পদ-পদবি আছে কিনা বলতে পারবো না। তবে আমার জানামতে তারা যুবদলের কর্মী।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় একজন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

মিলন রহমান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

যশোরে আটক ৪ যুবক যুবদলের কেউ না, সংবাদ সম্মেলনে দাবি

আপডেট সময়ঃ ০৬:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক চার যুবককে যুবদলের কর্মী পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতিবাদে শনিবার (২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে করেছে জেলা যুবদল। তাদের দাবি, ‘আটককৃতরা যুবদলের কেউ না।’

ঘটনার পর শুক্রবার মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেছিলেন, চারজনই যুবদলের সক্রিয় কর্মী। তাদের অপকর্মের দায় দল নেবে না।’

শনিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, সম্প্রতি মণিরামপুরে কিছু যুবক আটক হয়েছেন। তাদের কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছেন। প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না। তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। তারা কোনো দলীয় কর্মী নন।

মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ ইকবাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ‘যুবদলের কোনো বিষয়ে জানার থাকলে ওই এলাকার উপজেলা যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কিংবা জেলা যুবদলের শীর্ষ নেতারা নিশ্চিত করবেন কারা যুবদল করেন। বিএনপির সভাপতি কীভাবে জানবেন কারা যুবদল করেন?’

আরও পড়ুন

এর আগে, শুক্রবার রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাতে মণিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় কক্ষের ভেতরে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

আটকরা হলেন মণিরামপুর পৌরসভার গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা। পরে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠান।

সংবাদ সম্মেলনের পর ফোন করা হলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, ‘পদ-পদবি আছে কিনা বলতে পারবো না। তবে আমার জানামতে তারা যুবদলের কর্মী।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় একজন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

মিলন রহমান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।