সরকার
ও
পুলিশের
বিভিন্ন
সূত্রে
জানা
গেছে,
ইতিমধ্যে
রাজধানী
ঢাকা
ও
আশপাশের
এলাকায়সহ
বিভিন্ন
স্থানে
‘ব্লক
রেইড’
বা
বিশেষ
অভিযান
শুরু
হয়েছে।
রাজধানী
১১টি
প্রবেশমুখসহ
নগরীর
ভেতরে
দুই
শতাধিক
তল্লাশি
চৌকি
বসানো
হয়েছে।
এ
ছাড়া
আবাসিক
হোটেল
ও
মেসে
অভিযান
এবং
গোয়েন্দা
নজরদারি
বৃদ্ধি
করেছে
আইনশৃঙ্খলা
রক্ষাকারী
বাহিনী
ও
সংস্থাগুলো।
পুলিশ
সূত্র
বলছে,
আজ
থেকে
৫
আগস্ট
পর্যন্ত
দেশের
আইন-শৃঙ্খলা
পরিস্থিতি
স্বাভাবিক
রাখতে
সর্বোচ্চ
প্রস্তুতি
নিয়েছে
পুলিশ।
এদিকে
৫
আগস্ট
পর্যন্ত
সময়টি
খুবই
গুরুত্বপূর্ণ
মনে
করছে
রাজনৈতিক
দলগুলোও।
এ
সময়ে
কোনো
বিশৃঙ্খলা
বা
দলগুলোর
অভ্যন্তরীণ
বিভক্তি
থেকে
আওয়ামী
লীগ
বড়
ধরনের
ঘটনা
ঘটিয়ে
অস্থিরতা
সৃষ্টি
করতে
পারে—এমন
আশঙ্কার
কথা
বিবেচনায়
রেখেছেন
বিএনপি,
জামায়াতে
ইসলামী
ও
এনসিপিসহ
বিভিন্ন
দলের
নেতারা।
সংশ্লিষ্ট
সূত্র
জানিয়েছে,
এমন
পরিস্থিতিতে
তিনটি
দলের
শীর্ষ
পর্যায়ের
নেতারা
নিজেদের
মধ্যে
এ
নিয়ে
আলোচনা
করেছেন।
তারা
সতর্কতার
পাশাপাশি
যে
কোনো
ধরনের
পরিস্থিতিতে
ঐক্যবদ্ধ
থাকার
ব্যাপারে
একমত
হয়েছেন।
এডমিন 












