কুষ্টিয়ার
ভেড়ামারায়
স্বামীকে
মারধর
ও
বেঁধে
রেখে
স্ত্রীকে
দলবদ্ধ
ধর্ষণের
অভিযোগে
আজ
রোববার
দুপুরে
মামলা
হয়েছে।
গতকাল
শনিবার
রাত
১১টার
দিকে
এ
ঘটনা
ঘটে
বলে
জানান
ভুক্তভোগী
দম্পতি।
রাতেই
অভিযান
চালিয়ে
ঘটনায়
জড়িত
অভিযোগে
পাঁচজনকে
আটক
করে
পুলিশ।
পরে
তাঁদের
গ্রেপ্তার
দেখানো
হয়।
গ্রেপ্তার
ব্যক্তিরা
হলেন
ভেড়ামারার
কালু
প্রামাণিক
(৪৬),
মুর্শিদ
শেখ
(৪৫),
টিটু
মন্ডল
ওরফে
টিপু
(৪২),
এজাজুল
(৪২)
ও
রুবেল
আলী
(২৪)।
এডমিন 











