আগামী পাঁচ কর্মদিবস অর্থাৎ ১২ আগস্টের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইনে ছাত্র সংসদ যুক্ত করে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার দেন তারা।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছাত্র সংসদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মতামত ও সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছানো, শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ ও দায়বদ্ধতা গড়ে তোলা, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী ও কার্যকর ছাত্র সংসদ অত্যন্ত প্রয়োজন।
তারা আরও বলেন, কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ৯ দফার অন্যতম ছিল- প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। কিন্তু জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও, আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচনের দৃশ্যমান কিছু দেখতে পাইনি।
শিক্ষার্থীরা আরও বলেন, ৩৬ দিনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু ছাত্র সংসদের মতো যৌক্তিক বিষয়ের জন্যও আমাদের দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে- এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশার। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, আগামী ১২ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায়, আমরা বেরোবি শিক্ষার্থীরা, জুলাইয়ের মতো আবারো মাঠে থেকে অধিকার আদায়ের জন্য কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
ফারহান সাদিক সাজু/জেডএইচ/এমএস
এডমিন 












