০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের এক বছরেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি: সাদা দল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 3

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বৈষম্যহীন সমাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এ কথা বলেছেন।

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ও স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে র‍্যালির আয়োজন করে সাদা দল।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিলো। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলো। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।

র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের এ দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মতো চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম খানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এফএআর/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সরকারি কর্মচারীদের খরচ তুলে ধরে পে কমিশন চেয়ারম্যানকে খোলা চিঠি

জুলাইয়ের এক বছরেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি: সাদা দল

আপডেট সময়ঃ ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বৈষম্যহীন সমাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এ কথা বলেছেন।

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ও স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে র‍্যালির আয়োজন করে সাদা দল।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিলো। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলো। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।

র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের এ দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মতো চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম খানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এফএআর/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।