’৭১
ও
’২৪—
বাংলাদেশের
ইতিহাসে
দুটি
গুরুত্বপূর্ণ
মাইলফলক।
কিন্তু
এ
দুটি
ঘটনাকে
পরস্পরের
প্রতিপক্ষ
হিসেবে
দাঁড়
করিয়ে
বিভাজনের
রাজনীতি
চালানোর
অপচেষ্টা
চলছে
বলে
অভিযোগ
করেছে
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলন।
মঙ্গলবার
গণমাধ্যমে
পাঠানো
এক
সংবাদ
বিজ্ঞপ্তিতে
সংগঠনটি
এ
ধরনের
অপচেষ্টার
বিরুদ্ধে
তীব্র
প্রতিবাদ
ও
নিন্দা
জানিয়েছে।
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলন
বলেছে,
’৭১
ও
’২৪
কখনোই
একে
অপরের
পরিপন্থী
নয়।
বরং
১৯৪৭
সালে
ভূখণ্ড
অর্জন,
১৯৭১
সালে
স্বাধীনতা
এবং
২০২৪
সালে
ছাত্র-জনতার
গণ-অভ্যুত্থানের
মাধ্যমে
দীর্ঘ
ফ্যাসিবাদ
থেকে
মুক্তি—
এই
তিনটি
অধ্যায়
একই
ধারাবাহিক
মুক্তিসংগ্রামের
অংশ।