সিইসি
বলেন,
আইনশৃঙ্খলা
পরিস্থিতি
আগের
চেয়ে
উন্নতি
হয়েছে।
আরও
কয়েক
মাস
সময়
আছে।
এর
মধ্যে
আইনশৃঙ্খলা
পরিস্থিতি
ঠিক
হয়ে
যাবে
বলে
তাঁরা
আশা
করছেন।
নির্বাচনব্যবস্থা
সংস্কার
কমিশন
নির্বাচনসংক্রান্ত
বেশ
কিছু
আইনবিধি
সংস্কারের
সুপারিশ
করেছে।
ইসি
নিজেও
এসব
বিষয়
পর্যালোচনা
করেছে।
নির্বাচনী
আইন,
বিশেষ
করে
গণপ্রতিনিধিত্ব
আদেশ
ও
কয়েকটি
নীতিমালা
সংশোধন
নিয়ে
আজ
বৃহস্পতিবার
বৈঠক
করবে
ইসি।
ইসির
কর্মকর্তারা
বলছেন,
এসবের
বাইরে
নির্বাচনের
প্রস্তুতির
মধ্যে
আছে
নির্বাচনী
কর্মকর্তাদের
প্রশিক্ষণ,
ভোটকেন্দ্র
স্থাপন,
ব্যালট
পেপার
ছাপানোর
মতো
কিছু
রুটিন
কার্যক্রম।
যাঁরা
প্রশিক্ষণ
দেবেন,
(প্রশিক্ষক)
তাঁদের
প্রশিক্ষণ
ইতিমধ্যে
শুরু
হয়েছে।
সাধারণত
তফসিল
ঘোষণার
পর
এ
প্রশিক্ষণ
দেওয়া
হয়।
ব্যালট
পেপার
ছাপা
হয়
তফসিল
ঘোষণা
ও
প্রতীক
বরাদ্দের
পর।
আর
ভোটকেন্দ্র
স্থাপনের
জন্য
ইতিমধ্যে
নীতিমালা
সংশোধন
করেছে
ইসি।
সাধারণত
যেসব
প্রতিষ্ঠান
ভোটকেন্দ্র
হিসেবে
ব্যবহৃত
হয়ে
আসছে,
সেগুলোই
কেন্দ্র
হিসেবে
রাখা
হবে।
ভোটের
কিছুদিন
আগে
ভোটকেন্দ্র
চূড়ান্ত
করে
গেজেট
প্রকাশ
করা
হবে।
এডমিন 






