ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে চাঁদপুর জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের বাসট্যান্ড এলাকা থেকে এ র্যালি শুরু হয়।
এর আগে, র্যালি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিজয় র্যালিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহিদ মুক্তিযোদ্ধা সড়ক, কালীবাড়ি, জোড়পুকুর পাড় হয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালির পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, এক বছর হয়েছে। এ সরকার চেয়ারে বসে থাকার জন্য শেখ হাসিনার বিচার সম্পন্ন করে নাই। আগামীতে করতে পারবে কি না আমাদের তা সন্দেহ আছে। যদি না পারেন তাহলে বিএনপি এ বিচার কাজ সম্পন্ন করবে। আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ এবং ৩১ দফার বাংলাদেশ।
তিনি আরও বলেন, এক বছর অতিবাহিত হয়েছে, আপনাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে চাঁদপুরের সাধারণ জনগণ বসবাস করছে। কিছু কিছু দূস্কৃতিকারী আমাদের দলের নামে কুৎসা রটাচ্ছেন। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই র্যালিতে জেলার সব নেতারা উপস্থিত আছেন। জেলার ২৩ লাখ ভোটারের প্রতিনিধিত্ব করেন আপনারা সবাই। সুতরাং আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা- যারা কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তাদের কোনো স্থান কমিটিতে হবে না।
এই নেতা বলেন, আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মীরা ভাষণ দেওয়ার চেষ্টা করে। ভোর ৫টার দিকে মিছিল করে। তাদেরকে বলতে চাই- আপা আর আসবে না। আপনাদের আপা আপনাদের রেখে পালিয়ে গেছে।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। সভা সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।
জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, আমিন উল্লাহ বেপারী, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুস সালামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/এএমএ