০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 25

নাটোরের লালপুরের গোপালপুর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত প্রাইভেটকার চালকের নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার আলতাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের সঙ্গে কয়েকজনের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে চিৎকার শোনা যায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে অজ্ঞাত এক যুবককে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। নিহত সাইদুরের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।

লালপুর থানার ওসি মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। প্রাইভেটকারটি ভেড়ামারা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভেতরই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকাণ্ড। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

রার/সা.এ

ট্যাগঃ

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট সময়ঃ ০৮:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নাটোরের লালপুরের গোপালপুর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত প্রাইভেটকার চালকের নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার আলতাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে এক যুবকের সঙ্গে কয়েকজনের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে চিৎকার শোনা যায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে অজ্ঞাত এক যুবককে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। নিহত সাইদুরের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।

লালপুর থানার ওসি মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। প্রাইভেটকারটি ভেড়ামারা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকার থামিয়ে গাড়ির ভেতরই চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকাণ্ড। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

রার/সা.এ