২০২৩
সালের
৭
অক্টোবর
হামাসের
হামলার
কয়েক
ঘণ্টার
মধ্যে
গাজায়
সর্বাত্মক
হামলা
শুরু
করে
ইসরায়েল।
প্রায়
দুই
বছর
পূর্ণ
হতে
চলা
এ
যুদ্ধে
গাজায়
অন্তত
৬১
হাজার
২৫৮
ফিলিস্তিনি
নিহত
হয়েছেন।
উপত্যকাটির
আনুমানিক
২১
লাখ
বাসিন্দার
প্রায়
সবাই
কয়েকবার
করে
বাস্তুচ্যুত
হয়েছেন।
জাতিসংঘের
মানবাধিকারবিষয়ক
হাইকমিশনার
ফলকার
টুর্ক
গতকাল
এক
বিবৃতিতে
বলেন,
ইসরায়েল
সরকারের
পুরো
গাজা
উপত্যকা
দখলের
পরিকল্পনা
অবিলম্বে
বন্ধ
করতে
হবে।
এ
পরিকল্পনা
আন্তর্জাতিক
বিচার
আদালতের
রায়ের
পরিপন্থী।
নেতানিয়াহুর
গাজা
উপত্যকার
সম্পূর্ণ
দখল
নেওয়ার
ঘোষণাকে
‘নির্জলা
অপরাধ’
উল্লেখ
করে
ফিলিস্তিনের
প্রেসিডেন্টের
কার্যালয়
এক
বিবৃতিতে
বলেছেন,
এটি
গণহত্যা,
পরিকল্পিত
হত্যাকাণ্ড,
অনাহারে
রাখা
ও
অবরোধের
ধারাবাহিকতা।
গাজা
দখলের
পরিকল্পনা
বাস্তবায়ন
করতে
ইসরায়েলকে
বড়
মূল্য
চুকাতে
হবে
এবং
বাকি
সব
জিম্মিকে
হারাতে
হবে
বলে
হুঁশিয়ারি
দিয়েছে
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী
গোষ্ঠী
হামাস।
তুরস্কের
পররাষ্ট্র
মন্ত্রণালয়
বলেছে,
‘এ
পরিকল্পনা
বাস্তবায়নের
বিরুদ্ধে
পদক্ষেপ
নিতে
আমরা
আন্তর্জাতিক
সম্প্রদায়ের
প্রতি
আহ্বান
জানাচ্ছি।’
ইসরায়েলের
পরিকল্পনাকে
‘ভুল’
সিদ্ধান্ত
বলে
মন্তব্য
করেছেন
যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রী
কিয়ার
স্টারমার।
নেতানিয়াহুর
এ
সিদ্ধান্তের
প্রতিক্রিয়ায়
গাজায়
ব্যবহার
হতে
পারে,
এমন
অস্ত্র
ইসরায়েলে
রপ্তানি
স্থগিত
করেছে
জার্মানি।
ইসরায়েলের
সিদ্ধান্তে
নিজেরা
বড়
রকমের
উদ্বিগ্ন
বলে
মন্তব্য
করেছে
চীন।
এডমিন 












